Monday, January 12, 2009

র‌্যাপিড শেয়ার থেকে ডাউনলোড করুন একদম ফ্রি !!!

আজ শামুকের পিঠে চাপিয়া বহু কষ্টে একখানা পোষ্ট দিছিলাম উইন্ডোজ কেমন করে জেনুইন করা যায়। ঐ খানে আমি যে প্যাচ খানা ডাউনলোড করতে বলেছি তা র‌্যাপিডশেয়ার লিংক থেকে। অনেকেরই র‌্যাপিডশেয়ার প্রিমিয়াম এ্যাকাউন্ট নেই! কারন আমাদের প্রাই কারও ক্রেডিট কার্ড নেই বা ডলার দেবার উপায় নেই। যাই হোক তাই বলে তো নির্বাসনে যেতে পারি না। নিচের তারিকা ফলো করেন আর র‌্যাপিড শেয়ার থেকে ধুমায়ে ফাইল নামাতে থাকেন। একদম ফ্রী!!!

প্রথমেই র‌্যাপিডশেয়ার ডাঊনলোড লিংকটি কপি করে এই- http://vzin.net/rapid/ লিংকে যান, দেখবেন

Srever 1 Open 1h - 6h Check Bandwith This Server
Srever 2 Open 7h - 12h Check Bandwith This Server
Srever 3 Open 12h - 16h Check Bandwith This Server
Srever 4 Open 17h - 24h Check Bandwith This Server

এই রকম চারখানা সার্ভারের লিংক দেয়া আছে। এখন আপনি যে সময়ে ডাউনলোড করছেন সেই সময় অনুসারে নিদ্রিষ্ট সার্ভারে ক্লিক করুন। মনে রাখবেন প্রতিটি সার্ভার ৪ ঘন্টা চালু থাকে। এইভাবে একটার পর আরেকটা চালু হয়। যা হোক সার্ভারে ক্লিক করার পর দেখবেন নতুন একটি উইন্ডো চালু হয়েছে এবং সেখানে পূর্বে কপি করা র‌্যাপিডশেয়ার লিংকটি পেষ্ট করুন এবং download-এ ক্লিক করুন। কিছু সময়ের মধ্যেই দেখবেন যেখানে লিংক paste করেছিলেন সেখানে লেখা আসবে click here to download the file. ওইখানে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে!!!

তাই এখনি ট্রাই মারেন……………….

Rapidshare Premium Link Maker Servers

0 comments:

Payment Processors

Sign up for PayPal and start accepting credit card payments instantly.

TRUST AND FAST PAYING PTCs

Bubbles